Friday, July 18, 2014

jiboner jong

আজও কোনো কাহিনী-রা পায় নাই জীবনের রঙ্ !
খুঁজে গেছে চিরদিন, ব্যর্থ এবং
অনিদ্রায় ঢেকেছে দিনরাত...
তবু কেউ বাড়ায়নি হাত...!
উষ্ণতায়, স্নিগ্ধতায়, মমতায়
তবু কেউ ভরায়নি অশান্ত জীবন... হায়...!
ভোরের স্বপ্নেরা গল্প বলা শেষ করে
দিয়েছে যে পাড়ি অজানার দিকে... মনের ভিতরে
তবু ছিলো আশা, হঠাত্ সকাল এসে
ভাসিয়েছে চতুর্দিক, একনিমেষে...
সেখানেই শেষ কল্পনার...! হোক না মিছে,
তবু তো সে ভালোবেসে চলেছিলো পিছে
ধরে তার হাত। আশ্রয় দিয়েছিলো প্রতিদিন বিছানায়
লেপের আড়ালে, মননে-তে মিশে... আজ সে নাই...!
আজ কেউ নাই...!! সব গল্পেরা দল বেঁধে গেছে চলে...
নতুনেরা আসবে বলে...!?
সেও তো এসেছে এ জীবনে বহুবার,
করেছে রঙ্গিন মন তার।
সে রংও মুছে গেছে জোয়ারের জলে...
সব পাওয়া শেষ করে ছেড়ে গেছে, অতি কৌশলে
আবার রিক্ত করে বুকভরা আশা!
ভাঁটার টানে
সব সুখ নিয়ে গেছে শুন্যতার পানে।
যা কিছু সম্পদ করেছিল সে
তিলতিল করে... শিক্ষা, সমাজ, তার চারপাশে
ছড়ানো সবটুকু ভালো এনেছিলো সাথে।
রেখেছিলো যত্নে নিজের ঘরেতে...
তাও গেছে চলে প্রতিবার, সমুদ্রের ঢেউয়ে
সব রং মুছে গিয়ে
বারবার হয়ে গেছে একা...
আজও তবু পায় নায় দেখা
সেই আশ্রয়ের, যে শুধু জড়িয়ে ধরে
রেখে দেবে সুখে, পরম আদরে।। 

No comments:

Post a Comment